প্রতিনিধি
ঠাকুরগাঁও: সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে প্রতিনিয়ত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১২০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব, ঠাকুরগাঁওয়ের বক্ষব্যাধি হাসপাতালের জিন এক্সপার্ট পরীক্ষা এবং সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালগুলো থেকে পাওয়া নমুনা পরীক্ষায় ১২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় ৫৬ জন, বালিয়াডাঙ্গী ২৪ জন, রানীশংকৈল ১৭ জন, পীরগঞ্জে ৯ জন ও হরিপুর উপজেলায় ১৪ করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা সদর, বালিয়াডাঙ্গী, রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৯ জনে। যাদের মধ্যে ১ হাজার ৭২২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মারা গেছেন ৭২ জন।
রোববার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। তিনি বলেন, সংক্রমণের ঊর্ধ্বগতি এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতির আবারও বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন।