প্রতিনিধি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এ সময় করোনা শনাক্ত হয়েছেন ৪২ জন। করোনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৭৬ শতাংশ। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস থেকে এ সব তথ্য জানানো হয়।
সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা করে ৪২ জন নারী ও পুরুষের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ২৫ জনই ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা। বাকিদের মধ্যে পীরগঞ্জে তিন, রাণীশংকৈলে ছয়, বালিয়াডাঙ্গী ও হরিপুরে চারজন করে রয়েছেন। এ সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও তিনজন।
মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। মৃত ব্যক্তিরা সকলেই সদর উপজেলার বাসিন্দা। জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন চয় হাজার ৬০২ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৮ জন। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার দুই দশমিক ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন পাঁচ হাজার ২০১ জন।
জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন জনসচেতনতাই পারে করোনা সংক্রমণ কমাতে। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান করা ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা বাসিকে নিয়মিত পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।