ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নদীতে গোসল করতে গিয়ে ৫ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মামুন ইসলাম (২১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চিত্তরঞ্জন রায়।
গ্রেপ্তারকৃত মামুন ইসলাম খড়িবাড়ি এলাকার হাসান আলীর ছেলে।
ওসি বলেন, শিশুটির মা দুপুরে ছাগল চড়াতে বাড়ির অদূরে নদীর ধারে যায়। শিশুটিও তাঁর মায়ের সঙ্গে যায়। পরে শিশুটি নদীতে গোসল করতে গেলে মামুন তাকে কৌশলে ডেকে নিয়ে যায়। এরপর পার্শ্ববর্তী লিচু বাগানে নিয়ে সে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় মামুন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ধর্ষণের একটি মামলা করেছেন। ওই মামলায় মামুনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হবে।
ওসি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যার ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. রাকিবুল আলম চয়ন বলেন, শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। সে হাসপাতালে ভর্তি রয়েছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং চিকিৎসা চলছে।