সিলেট প্রতিনিধি
সিলেট রাশেদ আহমদ (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরের সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিম প্রান্ত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ৬-৭ মাস ধরে ওই যুবক মাঠের পাশেই রাত্রিযাপন করতেন। মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন তাঁরা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, স্থানীয়দের পাওয়া খবরের পরিপ্রেক্ষিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর নাম জানতে পারলেও ঠিকানা জানা যায়নি।