হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অনুমতি না পেয়ে স্থগিত ঘোষণার পরও সাঈদীর গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পুলিশের অনুমতি না পেয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন স্থগিত ঘোষণা করেছিল সিলেট মহানগর জামায়াত। তবে ঘোষিত সময়ে আজ বুধবার বেলা ২টার দিকে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়েছে। যদিও সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে দলের কেউ সংশ্লিষ্ট নন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গায়েবানা জানাজায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই অংশ নিয়েছেন। বেলা ২টার দিকে হঠাৎ আলিয়া মাদ্রাসা মাঠে কয়েক শ মানুষ একত্রিত হন। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাঁদের। পরে সেখানে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা চলার সময় সিলেট মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত হন। এ সময় তাঁরা উপস্থিত মুসল্লিদের কাছে জানতে চান, কার জানাজার আয়োজন করা হয়েছে। উপস্থিত মুসল্লিরা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার বিষয়টি জানান। এ কথা শুনে পুলিশ কিছু বলেনি। এর কিছু সময় পরই ঘটনাস্থল ত্যাগ করেন মুসল্লিরা।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘আমরা লিখিতভাবে স্থগিত করেছি। কিন্তু জনে জনে হয়তো আমাদের স্থগিতের খবর পৌঁছায়নি। এ জন্য কিছু মানুষ চলে এসেছে। তাঁরা নিজেদের মতো করে জানাজাও পড়েছেন। এখানে জামায়াত-শিবিরের কেউ ছিলেন না। আমাদের নেতারা এলেও এর চেয়ে বেশি মানুষ হতো। তবে পুলিশের এমন স্বৈরাচারী আচরণে আমরা মর্মাহত হয়েছি।’

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘বলা কওয়া নেই; ঝটিকা মিছিলের মতো হঠাৎ করে এসেই গায়েবানা জানাজা পড়ে চলে গেছে। খবর পেয়ে গিয়ে পরিচয় শনাক্ত করার আগেই তাঁরা স্থান ত্যাগ করেন। আয়োজনের বিষয়টিও জানা ছিল না।’ 

তবে আজ সকাল থেকেই সরকারি আলীয়া মাদ্রাসা মাঠের আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন