শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে সকাল থেকে বৃষ্টি হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকেরা বিপাকে পড়েন।
সকাল ১০টার আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ থাকলেও বৃষ্টি হওয়ার কারণে অনেক পরীক্ষার্থী দেরিতে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে নমনীয় ছিল। ফলে দেরিতে কেন্দ্রে উপস্থিত হয়েও পরীক্ষার হলে ঢুকতে পেরেছেন পরীক্ষার্থীরা।
বৃষ্টি হওয়ার কারণে চরম বিপাকে পড়েছেন ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকেরা। বৃষ্টিতে আশ্রয় নেওয়ার মতো ক্যাম্পাসে পর্যাপ্ত জায়গা না থাকায় পরীক্ষাকেন্দ্রের বাইরে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করেছেন তাঁরা।
মৌলভীবাজার থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী নাজমুল হাসান নোমান বলেন, ‘সকালে ট্রেনে করে পরীক্ষার উদ্দেশ্যে বের হই। তখন বৃষ্টি ছিল না। তাই ছাতা নিয়ে বের হই নাই। তবে সিলেটে এসে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে। ছাতা না থাকায় বৃষ্টিতে ভেজে পরীক্ষাকেন্দ্রে আসতে হয়েছে আমাকে।’
এদিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে আসা আরেক শিক্ষার্থী নিগার সুলতানা বলেন, ‘বৃষ্টি হলেও পরীক্ষা তো দিতে হবে। তাই বৃষ্টিতে ভিজেই পরীক্ষা দিতে এসেছি।’
পরীক্ষার্থী নিগার সুলতানার অভিভাবক যোবায়েদা হান্নান বলেন, ‘মেয়ে পরীক্ষা দিতে হলে ঢুকেছে। তাই বাইরে অপেক্ষা করছি। আজকে পরীক্ষার্থীও অনেক। অভিভাবকও এসেছেন অনেক। বৃষ্টি হচ্ছে। বাইরে মাথা গোঁজার মতো পর্যাপ্ত জায়গা নেই। তাই ছাতা মাথায় নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি।’
সরেজমিনে দেখা যায়, সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের তথ্যসহায়তা দিচ্ছেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুপেয় খাওয়ার পানির ব্যবস্থা করেছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, ‘সকাল থেকে বৃষ্টিতে ভেজে পরীক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছি আমরা। পরীক্ষার্থীদের মাস্ক ও কলম বিতরণ করছেন আমাদের স্বেচ্ছাসেবীরা। এ ছাড়া যাঁরা মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এসেছেন, তাঁদের জিনিসপত্র আমাদের স্বেচ্ছাসেবীরা টেন্টে রাখছেন এবং পরীক্ষা শেষে তাঁদের বুঝিয়ে দিচ্ছেন।
শাবি কেন্দ্রের ‘ক’ ইউনিটের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ‘বৃষ্টিতে ভর্তিইচ্ছু ও অভিভাবকদের একটু অসুবিধা হলেও সকাল থেকে সুষ্ঠুভাবে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। সামনের দিনেও এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।’