প্রতিনিধি, সিলেট
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৩৮ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে রয়েছেন। এ নিয়ে চার জেলায় ৫৪৬ জন করোনায় মারা গেলেন। এর মধ্যে সিলেট জেলার ৪৩৮ জন, সুনামগঞ্জে ৪০ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারের ৪২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৪২৯ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৯৫৩ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪৯৬ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৪৮৩ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৯৪১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৫৫৬ জন করে আক্রান্ত হয়েছেন।
গত একদিনে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। সব মিলিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৪৫২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪১ জন, সুনামগঞ্জে ৪০ জন, হবিগঞ্জে ৩১ জন ও মৌলভীবাজারে ৪০ জন চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়া সিলেট বিভাগে নতুন করে আরও ২৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।