হোম > সারা দেশ > সিলেট

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই: নানক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বিএনপির মহাসচিবের উদ্দেশে বলেছেন, ‘সাহস থাকলে নির্বাচনে আসুন। বরিশাল-খুলনার জনগণ যে রায় দিয়েছে, তা উপলব্ধি করুন। মানুষ আমাদের সঙ্গেই আছে। আর তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই। এ দেশে আর কোনো দিনই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না।’ 

আজ বুধবার সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পশ্চিমাঞ্চলীয় প্রচার কমিটির নেতাদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তাঁর যোগ্যতাবলেই সিলেটবাসীর হৃদয় জয় করতে সক্ষম হবেন। কারণ, এখানে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীই তার মতো যোগ্যতা রাখেন না। তবে এটা ভেবে বসে থাকলে চলবে না। আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে প্রচারে নামতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত সিলেটের নৌকার নেতা-কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। আওয়ামী বিরোধীরা ঐক্যবদ্ধভাবে নৌকা ঠেকানোর চক্রান্তে লিপ্ত। তবে সিলেটবাসী তাদের যে কোনো চক্রান্তের জবাব ব্যালটের মাধ্যমেই দেবেন বলে আমি বিশ্বাস করি। বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।’ 

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ জেবুন্নেছা হক। 

উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ। 
সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল।

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন