চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে মামুন মিয়া (২৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রানীগাও ইউনিয়নের উত্তর বড়জুষ গ্রামে এ ঘটনা ঘটে। মামুন একই গ্রামের এজবত উল্লার পুত্র।
মামুনের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জেরে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করালে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হবিগঞ্জ সদর থানা–পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে আজ শনিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।