নিজস্ব প্রতিবেদক, সিলেট
রেলিগেশন পদ্ধতিতে প্রিমিয়ার লিগ আয়োজনসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের ক্রিকেটাররা। মানববন্ধনে সিলেটের ক্রিকেট খেলোয়াড়েরা প্রথম বিভাগ ও জাতীয় চ্যাম্পিয়নশিপে জেলা দলের পক্ষে অংশগ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দেন। আজ বুধবার জেলা স্টেডিয়ামের সামনে সিলেট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) ও সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন হয়।
সিলেটের প্রথম বিভাগ ক্রিকেট লিগ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ জন্য সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন লিগ কমিটির সভাপতি আব্দুর রকিব। ক্রিকেটারদের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বিষয়গুলো ক্লাব মালিকদের সঙ্গে বোঝার কথা। এ বিষয়টি নিয়ে মনে হয় না তাঁরা ক্লাব মালিকদের সঙ্গে কথা বলেছেন।
মানববন্ধনে ক্রিকেটারদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসুম আহমদ, কোয়াব ও সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি ইমতিয়াজ হোসেন, সহসভাপতি ইজাজ আহমদ, কোষাধ্যক্ষ রায়হান চৌধুরী, শেখ আবু হাসনাত, আহমেদ সাদিকুর।
সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ কমিটির সভাপতি আব্দুর রকিব বলেন, ‘বিষয়গুলো নিয়ে আগেই কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে লিগ শুরু হবে। এতে যারা অংশ নেবে না তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি রাতে এক অনলাইন সভায় সিলেটের সব ধরনের পেশাদার ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের বরাবর ৬ দফা দাবি ও কিছু প্রশ্ন সংবলিত স্মারকলিপিও প্রদান করা হয়।