নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এর আগে যাত্রী নিয়ে উড্ডয়নকালে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের চাকা ফেটে যায়।
আজ শুক্রবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে বলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে জানান।
হাফিজ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ১টা ১৫ মিনিটের দিকে অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের জন্য রানওয়েতে গেলে একটি চাকা ফেটে যায়।
‘পরে বিমানবন্দরের রানওয়ে বন্ধ রেখে তা অপসারণ করা হয়। আজ বিকেল ৩টা ৪২ মিনিট থেকে পুনরায় রানওয়ে সচল রয়েছে। বর্তমানে সবকিছু স্বাভাবিক আছে।’