জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, এসি রুমে বসে মাঠের কাজ করা যায় না। এসি রুমে বসে থেকে দেশেকে এগিয়ে নেওয়া যাবে না। কর্মকর্তাদের মাঠের কর্মী হতে হবে। মাঠে গিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় নবীন কর্মকর্তাদের কাজ করে যেতে হবে। স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে আমাদের সবাইবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হয় এই মতবিনিময় সভা।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হোসেন লালন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাঁনম সাথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর প্রমুখ।