হোম > সারা দেশ > সিলেট

২ ড্রাগন ফল ৪৫ হাজারে ‘নিলামে’ বিক্রি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 

ইসলামিয়া মালিকিয়া মাদ্রাসার মাহফিলে ৪৫ হাজার টাকায় বিক্রি হওয়া দুটি ড্রাগন ফল।

দেশে ড্রাগন ফল চাষ হওয়ায় দাম এখন হাতের নাগালে। প্রকার ভেদে ২০০ থেকে ৪০০ টাকা কেজিতে পাওয়া যায় এই ফলটি। তবে কখনো কি শুনেছেন দুটি ড্রাগন ফলের দাম ৪৫ হাজার টাকা! বিষয়টি বিস্ময়কর হলেও সত্য। এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জে।

গতকাল বৃহস্পতিবার মধ্যে রাতে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলে একজনের দান করা দুটি ড্রাগন ফল ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়।

স্থানীয়রা জানান, পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদ্রাসা ওয়াজ মাহফিলে লিপু সুলতানা চৌধুরী নামে একজন দুটি ড্রাগন ফল মাদ্রাসায় দান করেন। মধ্য রাতে মাহফিলের শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী ড্রাগন ফল দুটি প্রকাশ্যে নিলামে তোলেন। নিলামের একপর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৪৫ হাজার টাকা দিয়ে ফল দুটি কেনেন যুক্তরাজ্যপ্রবাসী আলমগীর চৌধুরী।

ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশ গ্রহণকারী শ্রোতারা বলেন, মাহফিল শেষে দোয়ার আগে ড্রাগন ফল দুটি নিলামে তোলা হয়। ২ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। যারাই নিলামে অংশ গ্রহণ করেছেন সবার উদ্দেশ্য হলে ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা।

পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের শুভাকাঙ্ক্ষী টিপু সুলতান চৌধুরী দুটি ড্রাগন ফল দান করেন। পরে এই দুটি ফল নিলামে তোলা হলে ৪৫ হাজার টাকায় বিক্রি হয়। মূলত এই ফল এত দামে বিক্রি হওয়ার কারণ হলো মাদ্রাসায় সহযোগিতা করা। যিনি ফল কিনেছেন তিনি হলেন আমদের মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি যুক্তরাজ্যপ্রবাসী।

ড্রাগন ফল, মাদ্রাসা, মাহফিল, কমলগঞ্জ, মৌলভীবাজার, সিলেট বিভাগ, জেলার খবর

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

সেকশন