হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে কমছে বন্যার পানি, চলছে বাঁধ মেরামতের কাজ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলা থেকে কমতে শুরু করেছে বন্যার পানি। স্বস্তি ফিরেছে পানিবন্দী মানুষের মাঝে। এদিকে মনু ও ধলাই নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মৌলভীবাজার পাউবো সূত্রে জানা গেছে, জেলায় সম্প্রতি বন্যায় ১৬টি স্থানে নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয় জেলার ৭টি উপজেলা। মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ১১টি ও ধলাই নদীর ৫টি ভাঙনের স্থান মেরামতের কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে সবগুলো বাঁধ মেরামতের কাজ শেষ হবে।

আজ সোমবার মনু নদ ও ধলাই নদী পাড়ে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে জানা গেছে, গেল ৩ দিনে নদীর পানি কমেছে। একই সঙ্গে বন্যা কবলিত এলাকা থেকে পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র থেকে যার যার বাসস্থানে ফিরতে শুরু করেছেন। যাদের ঘর বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন ঘর মেরামতে।

কমলগঞ্জ উপজেলার বাসিন্দা ময়নুল মিয়া বলেন, ‘আমরা আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে এসেছি। আমার ঘরের বেড়া ভেঙে গেছে। ঘর মেরামত করে থাকার উপযোগী করা হচ্ছে।’

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘মনু ও ধলাই নদীর পানি কমায় আমরা ভাঙনের জায়গাগুলো মেরামতের কাজ শুরু করেছি। ইতিমধ্যে কয়েকটি স্থান মেরামত করা হয়েছে। সবগুলো বাঁধ মেরামতের করতে এক সপ্তাহ সময় লেগে যাবে।’

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

ফেসবুক লাইভে পরিযায়ী পাখির মাংস বিক্রি, বন আদালতে মামলা

সেকশন