জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম নিয়োগে নীতিমালা লঙ্ঘন করার অভিযোগে হাইকোর্টে রিট করেছেন বঞ্চিত পেশ ইমাম। হাইকোর্ট এ বিষয়ে একটি রুল জারি করেছেন। রুলে আগামী ৭ জুনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক পেশ ইমাম উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অপসাধু গ্রামের বাসিন্দা মাওলানা নিজাম উদ্দিন জালালী ৭ মে হাইকোর্ট এই রিট করেন।
রিট পিটিশনে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১০ আগস্টে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হিসেবে নিজাম উদ্দিন জালালী নিয়োগ পেয়ে চলতি বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।
মডেল মসজিদ জনবল নিয়োগ নীতিমালা ২০২১ অনুযায়ী, যেসব জায়গায় বিদ্যমান মসজিদ ভেঙে সেখানে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। সেখানে আগের মসজিদে যাঁরা কমপক্ষে একটানা পাঁচ বছর কর্মরত ছিলেন, নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু এ নীতিমালা লঙ্ঘন করে জগন্নাথপুর মডেল মসজিদ ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম নিয়োগ দেওয়া হয়েছে।
এই অভিযোগে রিট করলে হাইকোর্ট ৭ মে রুল জারি করেন। বিচারপতি জাফর আহম্মেদ ও বিচারপতি বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ‘নিজাম উদ্দিন জালালীকে কেন জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হবে না’ মর্মে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন।
রুলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রকল্প পরিচালক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও উপজেলা পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব, সুনামগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবং জগন্নাথপুর মডেল মসজিদের ইমাম জুবায়ের আহমদকে কারণ দর্শাতে বলা হয়েছে।
রিটকারী ইমাম নিজাম উদ্দিন জালালী বলেন, ‘আমার প্রতি অবিচার করা হয়েছে। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক একাডেমির ইমাম নিয়োগের নীতিমালার তোয়াক্কা না করে অনিয়ম-দুর্নীতি মাধ্যমে ইমাম নিয়োগ করা হয়েছে। আমি উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত রুল জারি করেছেন। আশা করছি, আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাব।’
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাজেদুল ইসলাম বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় কোনো ভুল নেই। আমরা হাইকোর্টের জারিকৃত রুলের জবার দিতে কাজ করছি।’