নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। আজ শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া ভোটের গণনা শেষে রাত ৯টার দিকে নির্বাচন কমিশনার এ টি এম ফয়েজ আহমদ এই ফল ঘোষণা করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির কাউন্সিল পরিচালনা কমিটির প্রধান এ টি এম ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নগরের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেন।