হোম > সারা দেশ > সিলেট

১ ঘণ্টার ইউএনও

মৌলভীবাজার প্রতিনিধি

এক ঘণ্টার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছে শিক্ষার্থী মোবাশ্বিরা সরকার আইরিন। আজ রোববার ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এই আয়োজন করে। 

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের কাছ থেকে দায়িত্ব নিয়ে তাঁর পদে ১ ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করে আইরিন। সে প্রথমে দায়িত্ব গ্রহণের জন্য লিখিত আবেদনের কপি তুলে দেয়। পরে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এক ঘণ্টার জন্য বিদায়ী ইউএনও সাবরিনা রহমান।

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করে মোবাশ্বিরা। দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিদিন কী কী কাজ করেন সে বিষয়গুলো মোবাশ্বিরাকে অবহিত করেন সাবরিনা রহমান। এক ঘণ্টা পর পুনরায় দায়িত্ব হস্তান্তরের মধ্যে দিয়ে শেষ হয় এই আয়োজন। 

মোবাশ্বিরা সরকার আইরিন শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

যেসব পদে নারীর অংশগ্রহণ কম সেসব পদে কন্যাশিশুদের আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী গার্লস টেকওভার কর্মসূচি নেওয়া হয়েছে। শিশুদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে, চলমান শিশু অধিকার সপ্তাহ, এবং আগামীকাল সোমবার (১১ অক্টোবর) কন্যা শিশু দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মনি রায়, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের মৌলভীবাজার জেলার শিশু গবেষক তানিয়া আক্তার, ভলান্টিয়ার সমরিতা পাল ঐশীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা। ৪০টি জেলায় এ কার্যক্রম চলছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করার পর মোবাশ্বিরা সরকার আইরিন বলে, আমি নিজেই শিশু, কিন্তু আমি এত বড় একটি দায়িত্ব পেয়েছি সে জন্য গর্ববোধ করছি।

এ সময় শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো ঘটনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মোবাশ্বিরা। এদিন তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করে সে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন বলেন, আমরা জানি যে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং এ রকম একটা দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হওয়ার চিন্তাটা তাদের মাথায় যখন আসে, তখন দেশের প্রতি তাদের যে কর্তব্য যেটা সে নিজে থেকে করতে চায় এবং সেই জিনিসগুলো তাদের মাথায় যেন কাজ করে। 

তিনি আরও বলেন, আইরিনের সুন্দর চিন্তা সফল হোক। সে যেন অনেক বড় জায়গায় যেতে পারে এবং তার যে চিন্তা ও স্বপ্ন সেটা যেন বাস্তবে রূপ দিতে পারে সেই আশা করি।

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন