হোম > সারা দেশ > সিলেট

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী দেবাপ্রিতা দে ব্রতী (১৮) নিহত হয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের ব্যাবিলনের সাউদার্ন পার্কওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত দেবাপ্রিতা দে ব্রতী কুইন্সের একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সিলেট মহানগরীর চৌহাট্টা সেন্ট্রাল ফার্মেসির স্বত্বাধিকারী ও পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দেবাশীষ দে (বাসু)-এর ছোট মেয়ে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শিক্ষার্থী দেবাপ্রিতা দে ব্রতী যে গাড়িতে করে যাচ্ছিলেন সেটিকে পেছন থেকে একটি জিপ সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রতীকে বহনকারী গাড়ি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় ব্রতীর গাড়ির চালকও মারা যান।

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ওই জিপের চালককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। ব্রতীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সিলেট শহরের চালিবন্দরে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।

নিহত দেবাপ্রিতা দে ব্রতীর কাকা সুব্রত দে গৌতম জানান, তিনিসহ নিউইয়র্ক ও কানাডা থেকে পরিবারের লোকজন হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাতেই (৩০ জানুয়ারি) নিউইয়র্ক থেকে এমিরেটসের ফ্লাইটে মরদেহ দেশে নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা পৌঁছে সেদিনই মৃতদেহ সিলেটে নিয়ে যাওয়া হবে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত পরিবারটির খোঁজখবর নিতে লোকজনকে ভিড় করতে দেখা গেছে।

এদিকে শিক্ষার্থী দেবাপ্রিতা দে ব্রতীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক। এক শোক বার্তায় তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন