নিজস্ব প্রতিবেদক, সিলেট
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের মধ্যে কঠালপুরে ট্রেনটি লাইনচ্যুত হয়।
জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোগলাবাজার-মাইজগাঁও সেকশনের কঠালপুর পৌঁছলে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির দুটি বগি রেললাইন থেকে পড়ে যায়। এসময় ট্রেনের ঝাঁকুনিতে আতংকে কয়েকজন যাত্রী লাফ দিয়ে পাশের খালে পড়লে কিছুটা আহত হয়েছেন।
রাত সাড়ে ৭টা পর্যন্ত লাইনচ্যুত বগি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুর্ঘটনা কবলিত ট্রেনটির যাত্রীরা।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রাত সাড়ে ৭টার দিকে জানান, ‘পাহাড়িকার দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ঘণ্টা দু-একের মধ্যে সমাধান হয়ে যাবে আশা করছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।’