সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় নিখোঁজের ২ ঘণ্টা পর ছড়া (নালা) থেকে ছয় বছরের শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টায় ওই এলাকার পার্ক ভিউ মেডিকেল কলেজের পাশের ছড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।
তিনি বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছেন। পরিবার থেকে কোনো অভিযোগ হয়নি। শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
শিশুটির নাম—ফারহান আহমেদ। সে কাজিরবাজার এলাকার আফসার মিয়া কলোনির আনোয়ার মিয়ার ছেলে।
পুলিশ বলছে, শনিবার সকাল ১১টার দিকে নিখোঁজ হয় ফারহান। খোঁজাখুঁজির একপর্যায়ে পার্ক ভিউ মেডিকেল কলেজের পাশের ছড়ায় ফারহানের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।