সিলেট প্রতিনিধি
সিলেটে ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে নগরের নিচু এলাকার বেশির ভাগ স্থানই পানিতে ডুবে যায়। ফলে ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা।
এর আগে গত ২ জুন রাত ও ৮ জুন রাতের কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরজুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়।
আজ সোমবার সরেজমিন দেখা গেছে, নগরের উপশহর, সোবহানীঘাট, দরগা মহল্লা, পায়রা, তেরো রতন, মাছিমপুর, তালতলা ও শেখপাড়া এলাকায় বৃষ্টির পানি জমেছে। এসব এলাকার কোথাও কোথাও হাঁটুসমান পানি জমেছে। সকালের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
সিলেটের আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর শনিবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
নগরের অভিজাত এলাকা উপশহরের বাসিন্দা আল আমিন আহমদ জানান, প্রতিনিয়ত পানিতে ডুবে যাওয়ার জন্য এই এলাকাই যেন নির্ধারিত হয়ে গেছে। অল্প বৃষ্টি হলেই শুরু হয় জলাবদ্ধতা। যার কারণে বাসার বাইরে যাওয়াই যায় না। সকালের বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর অনেক বাসার নিচতলায় পানিও ঢুকেছে।