হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবির সমাবর্তন ২৬ জানুয়ারি, শিক্ষার্থীরা পাবেন ই-সাইন সনদ

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চতুর্থ সমাবর্তন ২০২৫ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের স্বপ্ন শিক্ষার্থীরা সফলভাবে ডিগ্রি নিয়ে তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করুক। এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পাস করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ফলে আর জট থাকবে না, এরপর নিয়মিত সমাবর্তন হবে। এবারের সমাবর্তনে শিক্ষার্থীদের ই-সাইন সনদ (সার্টিফিকেট) প্রদান করা হবে। 

এর আগে ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি সমাবর্তনের অনুমতি দেন। প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। 

সূত্রে জানা যায়, ১৯৯১ সালে শাবিপ্রবির একাডেমিক কার্যক্রম শুরুর ছয় বছর পর ১৯৯৮ সালের ২৯ এপ্রিল প্রথম সমাবর্তন, এর নয় বছর পর ২০০৭ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। 

সর্বশেষ দীর্ঘ ১৩ বছর পর ২০২০ সালের ৮ জানুয়ারি শাবিপ্রবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে ২০০১-০২ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নেন। আগামী ২৬ জানুয়ারি চতুর্থ সমাবর্তনে সর্বশেষ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হিংসা-বিদ্বেষ সৃষ্টিকারী কেউ যেন আমাদের মাথার ওপর না বসে: ফুলতলীর পীর

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

সেকশন