হোম > সারা দেশ > সিলেট

উপবন এক্সপ্রেসে আগুন: ১৮ জনের নামে পুলিশের মামলা

সিলেট প্রতিনিধি

সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় ১৮ জনের নামে মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করে। এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারবিরোধীরা রেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

এর আগে এই ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম। তিনি জানান, কুলাউড়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. রুবেল মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

এ বিষয়ে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ‘মামলা করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে। সরকারবিরোধীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে বলে তাদের আসামি করা হয়েছে।’ 

এর আগে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে। পুলিশ বলছে, নাশকতার চেষ্টায় দাহ্য কোনো দ্রব্য ছিটিয়ে আগুন ধরানো হয়েছে।

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন