কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় ওসমান গণি (২৪) নামে এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার শহর থেকে তাকে তুলে নেওয়া হয়। পরে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।
ওসমান কুলাউড়া সরকারি কলেজের স্নাতক ২০১৯-২০ ব্যাচের শিক্ষার্থী। তিনি জুড়ী শহরের পত্রিকা এজেন্ট সংবাদ বিতানের স্বত্বাধিকারী আবুল কালামের ছেলে।
শিক্ষার্থীর বাবা আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে ডিবি পরিচয়ে কয়েকজন লোক সংবাদ বিতান থেকে ওসমানকে তুলে নিয়ে যায়। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।’
এ বিষয়ে মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ বলেন, ‘ওসমান বড়লেখা থানার একটি মামলার আসামি। তাকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।’