নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট নগরের মিরাবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাম্পটির কর্মচারী ও পথচারীসহ অন্তত নয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজারের দাদা পীরের মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—রিপন (৩৪), লুৎফুর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রাসিমল (১৮), রুমান (২৩), তারেক (৩০), ও মুহিন (৪৫)।
ঘটনাস্থলে উপস্থিত সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে সিএনজি স্টেশনের কম্প্রেসার মেশিনের গ্রেড ভাল্ব খুলে গিয়ে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশের টিম কাজ করছে, তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’
ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, ‘খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কম্প্রেসারের একটি ভাল্ব একটু আলগা ছিল, এতে গ্যাসের প্রেশার বেড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে বলা যাবে।’ পাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল বলেও মন্তব্য করেন তিনি।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে নয়জন রোগী ভর্তি আছেন। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক। তিনজনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। বাকিদেরও শ্বাসনালিসহ অনেক জায়গা পুড়েছে। তিনি বলেন, ‘৪৮ ঘণ্টা না গেলে অগ্নিদগ্ধ রোগীদের অবস্থা বোঝা যায় না।’