হোম > সারা দেশ > সিলেট

বিমানের ওয়াশরুমে মিলল ‘সোনার ডিম’, সিটের নিচে ২৮০ সোনার বার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ডিমের মতো দেখতে নীল রঙের এগুলো বল মনে করে ভুল করবেন না। এগুলোর ভেতরে আছে তরল সোনা। এসব দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিলেছে। এই ছয় সোনার ডিমসহ প্রায় ৩৪ কেজি চোরাই সোনার একটি বড় চালান আজ শুক্রবার সকালে সিলেট বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়। 

কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস ও এনএসআইয়ের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানের এই স্বর্ণ উদ্ধার করা করা হয় বলে কাস্টমসের বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম জানান। 

আজকের পত্রিকাকে তিনি বলেন, বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ৩২-জে, ২১-এ বি সি সিটের নিচ থেকে ২৮০টি বড় আকারের স্বর্ণের বার এবং ওয়াশরুমের ভেতর থেকে ছয়টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে। 

সাজেদুল করিম আরও বলেন, ঢাকাগামী ফ্লাইটটি আজ সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় তল্লাশি চালিয়ে চার যাত্রীকে আটক করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নয়জন যাত্রীকে সাসপেক্ট করি। এর মধ্যে কম বয়সী বাচ্চারাও ছিল। পরে যাচাই-বাছাই শেষে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাঁরা আমাদের কাস্টডিতে আছেন।’

 

আটক ব্যক্তিদের দুজন দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার যাত্রী এবং দুজন সিলেটের। তাঁরা হলেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম বড়ধামাই নোয়াবাজার এলাকার মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেটের দক্ষিণ সুরমার ন’ভাগ কামালবাজার এলাকার মোহাম্মদ সানু মিয়া, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চানপুর গ্রামের মিসফা মিয়া ও একই উপজেলার সিকন্দপুর এলাকার মো. আখতারুজ্জামান।

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

এক মাসেও মাটি পড়েনি ফসল রক্ষা বাঁধে

শতাধিক পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

সেকশন