সিলেট প্রতিনিধি
সিলেটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। তিনি পুলিশ সদস্য।
আজ বুধবার দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারের শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল চৌধুরী (২২) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত আব্দুল আউয়াল চৌধুরী (৪৬) মোগলাবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুলাল ও আব্দুল আউয়াল মোটরসাইকেলে হুমায়ুন রশীদ চত্বরের দিকে যাচ্ছিলেন। এ সময় শিববাড়ি এলাকায় সিলেট থেকে ছেড়ে যাওয়া ফেঞ্চুগঞ্জগামী অশোক লিলেন্ড কোম্পানির একটি ট্রাক বেপরোয়া গতিতে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুলাল চৌধুরী নিহত হন। খবর পেয়ে মোগলাবাজার থানা-পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন।