হোম > সারা দেশ > সিলেট

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, পল্লি চিকিৎসক নিহত

সিলেট প্রতিনিধি

সিলেটের সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিজাম উদ্দিন নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। এ ছাড়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার সাতগাছি হাওরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টায় বিমানবন্দর থানা পুলিশ তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করে।  

আটককৃতরা হলেন—আজিজুর রহমান (৪২), মকবুল মিয়া (৪১), সামছুল আলম (৪৩) ও ছয়ফুল আলম (৪০)।

পুলিশ জানায়, নিহত পল্লি চিকিৎসক সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামের বশির উদ্দিনের ছেলে। আজ ভোরে উপজেলার সাহেবের বাজার এলাকার সাতগাছি হাওরে বিরোধপূর্ণ জমির ফসল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে নিজাম উদ্দিনের মৃত্যু হয়। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামে দুই একর জমি নিয়ে পল্লি চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের লোকজন শনিবার ভোরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পল্লি চিকিৎসক নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

সেকশন