নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছেলেদের পাঁচটি আবাসিক হলে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে দা, চাকু, রড, স্টিলের পাইপসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সব আবাসিক হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি হলের রুম থেকে ৩০টি হেলমেট, ২০০ টির বেশি রড, ১২০ টির মতো রামদা, ১৫০টি মদের বোতল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোজাম্মেল হক।