কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নে ভেড়াছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমজাদ মিয়া (২৮) ভেড়াছড়া গ্রামের রইছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আমজাদ মিয়া পাশের গ্রাম কান্দিগাঁও গ্রামে জমিতে কাজ করতে যান। হঠাৎ বজ্রপাতে দুপুরে আমজাদ মিয়া আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।