প্রতিনিধি, সিলেট সদর (সিলেট)
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৯৪ জন। আজ শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য জানান।
ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন সিলেট সদরের। এ ছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগে মারা গেলেন ৫১৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪১৯ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারের ৪০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত নিয়ে সিলেট বিভাগে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৯৪১। যাঁদের মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৯৭ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২৪২ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৮৩ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৫১৯ জন।
নতুন শনাক্ত ৩৯৪ জন করোনা আক্রান্তদের মধ্যে ২৬২ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া সুনামগঞ্জ জেলার ১৩ জন, হবিগঞ্জের ৩৫ জন ও মৌলভীবাজারের ৫৪ জন। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন রোগী।
২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। সব মিলিয়ে বিভাগের চার জেলায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৩৩ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৬৩ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে সাতজন ও মৌলভীবাজারে ২৭ জন ভর্তি রয়েছেন।
একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ১১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। একই সময়ে ১৯৫ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।