নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে এক নারীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ এ কিউ এম নাসির উদ্দিন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পারভীন আক্তার (২৫) সিলেটের পীরেরবাজার শাহসুন্দর মাজার সংলগ্ন এলাকার নিহত আলী হোসেনের (২৮) স্ত্রী।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নওশাদ আহমদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৫ সালের ৮ নভেম্বর স্বামী আলী হোসেনকে কুপিয়ে হত্যা করা করেন পারভীন বেগম। এ ঘটনায় পরদিন শাহপরান থানায় মামলা করেন নিহতের ভাই মো. জমির হোসেন।
ঘটনার পর গ্রেপ্তার পারভীন বেগম দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। এই ঘটনায় একমাত্র আসামি পারভীনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন শাহপরান (র.) থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলে মাসুদ। মামলাটি বিচারের জন্য ওই বছরের ১০ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আদালত বিচার কাজ শুরু করেন বলে জানান পিপি নওশাদ।
শুনানিতে ২৪ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেওয়া শেষে বিচারক আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। মামলায় আসামিপক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন এপিপি নাসির উদ্দিন।