সিলেট সংবাদদাতা
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির সঙ্গে ধাক্কা লেগে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ফ্লাইটটি সিলেট থেকে যাত্রী নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে বিমানের ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির সঙ্গে ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। তবে পাইলট নিরাপদে উড়োজাহাজটিকে বিমানবন্দরে অবতরণ করিয়ে যাত্রীদের নামাতে সক্ষম হয়েছেন।
পরে উড়োজাহাজটি ঠিক করার পর ৫ ঘণ্টা ৫০ মিনিট দেরিতে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমেদ।
হাফিজ আহমেদ বলেন, ‘আজ সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। তবে বার্ড হিটের (পাখির আঘাত) কারণে উড়োজাহাজটিতে ত্রুটি দেখা দেয়। পরে ঢাকা থেকে একটি ইঞ্জিনিয়ারিং দল সিলেটে এসে মেরামত করে বিকেল ৩টা ৩০ মিনিটে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ভালোভাবে ছেড়ে যায়।’
বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমেদ বলেন, ‘বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে ৮৫ জন যাত্রী নিয়ে সিলেটে আসে। সিলেট থেকে আরও ২১২ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে সকাল ৯টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল। যাত্রীদের বিমানবন্দরের লবিতে রেখে প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।’
বিমানবন্দরের এ কর্মকর্তা আরও বলেন, ‘বিমানবন্দরে যাতে পাখি না ঢুকতে পারে এ ব্যাপারে আমাদের নিয়মিত নজরদারি রয়েছে। ফ্লাইট উড্ডয়ন বা অবতরণের সময় পাখি বিপৎসীমায় ঢুকে পরলে শুট করে মেরে ফেলা হয়। কিন্তু হঠাৎ করে যখন পাখি উড়োজাহাজের একেবারে কাছাকাছি চলে আসে। এ রকম সময় শুটারের বা পাইলটের কিছু করার থাকে না।’
উল্লেখ্য গত ৭ মার্চেও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল।