কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের দখলে থাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাঁচ একরের বেশি জায়গা উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির সামনে অভিযানটি পরিচালনা করে বন বিভাগ।
অভিযানে উপস্থিত ছিলেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
বন বিভাগ জানায়, জায়গাটি দখল করে রেখেছিলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। ২০১৮ সাল থেকে বন বিভাগ বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও ওই জায়গা উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জায়গাটি উদ্ধার করেছি। এখানে পাঁচ একরের বেশি জায়গা হবে। সেখানে কিছু জায়গা লেবুগাছ ছিল, কিছু জায়গা ফাঁকা পড়ে ছিল। আমরা সেই জায়গাগুলোতে বন্য প্রাণীর উপযোগী গাছের চারা লাগিয়েছি।’