হোম > সারা দেশ > সিলেট

সিলেটে টিপকাণ্ডে আপত্তিকর মন্তব্য করায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সিলেট প্রতিনিধি

টিপকাণ্ড নিয়ে সারা দেশে তোলপাড়ের রেশ কাটার আগেই সিলেটে টিপকাণ্ড নিয়ে প্রতিবাদকারী পুরুষদের নিয়ে আপত্তিকর সমালোচনা ও নারীর পোশাক নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন এক পুলিশ কর্মকর্তা। এ জন্য লিয়াকত আলী নামের ওই পুলিশ পরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার টিপকাণ্ড ও এর প্রতিবাদে সরব পুরুষদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। এরপর সিলেটের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলে লিয়াকত আলী সেটি ডিলিট করে দেন। কিন্তু এর আগেই তাঁর স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পরে সোমবার রাতেই লিয়াকত আলীকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

প্রত্যাহার হওয়া লিয়াকত আলী সিলেট জেলা কোর্ট পুলিশের পরিদর্শকের দায়িত্বে ছিলেন।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্তে তিন সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

জগন্নাথপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

বড়লেখায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাকচালক আটক

দেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক

‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা-বাণিজ্য

কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় যুবকের লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

পা পড়ে না চার সেতুতে

সেকশন