প্রতিনিধি, সিলেট
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা) হিসেবে পদোন্নতি পেয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।
গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়।
২০১৯ সালের অক্টোবর থেকে ডা. হিমাংশু লাল রায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সিলেটের সিভিল সার্জন হিসেবেও দায়িত্ব পালন করেন।