হোম > অর্থনীতি

প্রবৃদ্ধি হলেও ছয় মাসে বড় রাজস্ব ঘাটতি

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে পড়তে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই মধ্যে অর্থবছরের ছয় মাসে ঘাটতি ২৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। বিশ্লেষকেরা মনে করেন, প্রতি মাসের ক্রমাগত বড় রাজস্ব ঘাটতির চিত্রই অর্থনৈতিক-সংকটের প্রভাব কতটা গভীর হচ্ছে, তা দেখিয়ে দিচ্ছে। অনেকে বলছেন, অর্থনীতির অন্য সূচক ভালো না থাকলে, রাজস্ব আয়ও ভালো হওয়ার কোনো কারণ নেই।

দেশের অর্থনীতি একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। ডলার-সংকট পুরো অর্থনীতিকে ভোগাচ্ছে। আমদানি কমে গেছে। আমদানি কমায় শিল্পোৎপাদনে প্রভাব পড়েছে। ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ধীরগতি সৃষ্টি হয়েছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয় কমেছে। রপ্তানি প্রবৃদ্ধি আহামরি ভালো নয়। রেমিট্যান্স চলতি মাসে কিছুটা ইতিবাচক হলেও খুব বেশি বাড়ছে না। বলা যায়, অর্থনীতির সব সূচকই ঝুঁকির মধ্যে। এসবের সরাসরি প্রভাব পড়ছে রাজস্ব আয়ে।

এনবিআরের তৈরি সবশেষ রাজস্ব পরিসংখ্যান থেকে জানা যায়, জুলাই-ডিসেম্বর সময়ে ২৩ হাজার ২২৭ কোটি টাকা কম রাজস্ব আয় হয়েছে। শুধু ডিসেম্বর মাসেই রাজস্ব ঘাটতি হয়েছে ৬ হাজার ৭৮২ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় রাজস্ব আয় বাড়লেও লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে রয়েছে এনবিআর। তথ্য বলছে, গত ছয় মাসের রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ১৩ দশমিক ৮৯ শতাংশ। এ সময়ে ১ লাখ ৮৮ হাজার ৭৫৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬২৯ কোটি ৭৫ লাখ টাকা।

আমদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্ব ঘাটতির পরিমাণ ৮ হাজার ৫৬৩ কোটি ৪৭ লাখ টাকা। একই সময়ে আয়কর খাতে ঘাটতির পরিমাণ ৮ হাজার ৫৯২ কোটি ৯৮ লাখ টাকা। আর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটে ঘাটতি হয়েছে ৬ হাজার ৭০ কোটি ৭৪ লাখ টাকা।

এনবিআরের তথ্যানুযায়ী, ওই সময়ে আমদানি খাতে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৭ হাজার ৬৩২ কোটি টাকা। আদায় হয়েছে ৪৯ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা। ডিসেম্বর পর্যন্ত ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭০ হাজার ৮০৭ কোটি ৯৪ লাখ টাকা, যার বিপরীতে আদায় হয়েছে ৬৪ হাজার ৭৩৭ কোটি ২০ লাখ টাকা। আয়কর ও ভ্রমণকর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার ৪১৭ কোটি টাকা, আদায় হয়েছে ৫১ হাজার ৮২৪ কোটি ২ লাখ টাকা।

এনবিআরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আয়ের ব্যাপারে বলেন, রাজস্ব আগের অর্থবছরের চেয়ে বেশিই আদায় হচ্ছে। তবে আরও বেশি হলে হয়তো লক্ষ্যমাত্রা অর্জিত হতো। তিনি মনে করেন, ডলার সাশ্রয়ে আমদানিতে কড়াকড়ি চলছে। এর একটা প্রভাব আছে, আর আমদানি কম হলে এর প্রভাব উৎপাদন ও সেবা খাতেও পড়ে। সব মিলিয়ে ভ্যাট ও আয়করেও এর প্রভাব আছে। সুতরাং রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ না হওয়ার পেছনে সার্বিক অর্থনীতিতে এক ধরনের শ্লথগতিই কিছুটা দায়ী। তবে তিনি আশা করেন, সামনের দিনগুলোতে ব্যবস-বাণিজ্যে আরও গতি ফিরবে। ডলার-সংকট ধীরে ধীরে কেটে যাবে। রেমিট্যান্সে একটি ইতিবাচক ধারা শুরু হয়েছে। এটা সামনের ঈদ ঘিরে আরও ভালো হবে। ফলে এসবের প্রভাবে অর্থনীতি ঘুরে দাঁড়ালে রাজস্ব আয়ও লক্ষ্যমাত্রা পূরণের দিকে যাবে।

জানা যায়, চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। 

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন