হোম > অর্থনীতি > করপোরেট

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

বিজ্ঞপ্তি

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪। ছবি: সংগৃহীত

‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর চ্যাম্পিয়ন হয়েছে সংবাদভিত্তিক টিভি চ‍্যানেল নিউজ ২৪। আজ শনিবার গুলশান-২-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে এই গণমাধ্যম।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন নিউজ ২৪-এর দুই খেলোয়াড় নুরে আলম সিদ্দিকী এবং ফাইয়াজের হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কণ্ডুসহ স্কয়ার গ্রুপের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।

টুর্নামেন্টের সফল সমাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে অঞ্জন চৌধুরী বলেন, চ্যাম্পিয়ন টিমকে অভিনন্দন। শুধু চ্যাম্পিয়ন টিমই নয়, রানারআপসহ অংশগ্রহণকারী সব টিমকেই জানাই আন্তরিক অভিনন্দন। আমি নিশ্চিত যে সবাই টুর্নামেন্টে বেশ উপভোগ্য একটা সময় পার করেছে। আমরা করপোরেট জগৎ এবং মিডিয়া ইন্ডাস্ট্রি—সবাই মিলেই যে একটা ঐক্যবদ্ধ কমিউনিটি এবং আমরা সুখে-দুঃখে-আনন্দে একে অপরের পাশেই আছি, তা আবারও প্রমাণিত হয়েছে এই টুর্নামেন্টের সফল আয়োজনের মাধ্যমে। আমার জন্য আনন্দটা আরও বেশি; কারণ, সবার একসঙ্গে হওয়ার উপলক্ষটা মিডিয়াকম তৈরি করে দিয়েছে।’

দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং শুভানুধ্যায়ী করপোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদমাধ্যম, রেডিওসহ বিভিন্ন মাধ্যমের ৩৩টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল মোট ৬৭টি ম্যাচে টুর্নামেন্টটিতে প্রতিদ্বন্দ্বিতা করে।

ভরসার বিমায় হতাশার ছায়া

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী: বিএনপি

সেকশন