হোম > অর্থনীতি

হঠাৎ বাড়ল জ্বালানি তেলের দাম

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

গতকাল বৃহস্পতিবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা বিশ্বে বড়দিনের ছুটির মধ্যেই তেলের দাম বাড়ার কারণ হলো, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীনের অর্থনীতি চাঙা করার জন্য আরও প্রণোদনা ঘোষণা করবে, যার ফলে তেলের চাহিদা বাড়বে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলভান্ডারের মজুত কমে যাওয়ার খবরও বাজার দামে প্রভাব ফেলেছে।

এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকালে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ০.২% বা ১১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৭৩.৬৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.২% বা ১৫ সেন্ট বেড়ে ৭০.২৫ ডলারে উঠেছে।

চীন আগামী বছর অর্থনীতি চাঙা করার জন্য পেনশন এবং স্বাস্থ্যবিমা বাবদ ভর্তুকি বাড়ানোর পাশাপাশি ৪১১ বিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড ছাড়বে। এসব উদ্যোগের ফলে চীনের তেলের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ববাজার বিশ্লেষকেরা মনে করছেন, চীনের প্রণোদনা এবং ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে কোনো বড় বাধা না আসার প্রত্যাশা বাজারে চাঙাভাব সৃষ্টি করেছে।

এদিকে, ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলভান্ডারের মজুত ১.৯ মিলিয়ন বা ১৯ লাখ ব্যারেল কমেছে, যা বাজারে উত্তেজনা বাড়িয়েছে। গ্যাসোলিন ও ডিস্টিলেটের মজুতও যথাক্রমে ১১ লাখ ও ৩ লাখ ব্যারেল কমেছে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প