হোম > অর্থনীতি

ব্যাংকে টাকা উত্তোলনে বাড়তি চাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনের জেরে কারফিউ জারিকে কেন্দ্র করে ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যাংক বন্ধ হয় কি না, এমন আশঙ্কা থেকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টাকা তুলে রাখছেন গ্রাহকেরা; যার ফলে ব্যাংকের ক্যাশ কাউন্টারে টাকা তোলার দীর্ঘ লাইন তৈরি হয়। গতকাল মঙ্গলবার মতিঝিল, দিলকুশা, পল্টন, দৈনিক বাংলা, ফকিরাপুল এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।

গতকাল রোববার সপ্তাহের প্রথম দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত  ব্যাংক খোলা রাখা হয়। তবে লেনদেন শেষ হয় বেলা ৩টায়। 

রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের লোকাল অফিসে টাকা তুলতে আসা মনিরুল ইসলাম জানান, পরিবারের জরুরি কাজের জন্য কিছু নগদ টাকার দরকার হলেও গত কয়েক দিনের তিক্ত অভিজ্ঞতার কারণে বাড়তি টাকা তুলে রাখছেন। কারণ, গত সপ্তাহে হঠাৎ করে ব্যাংক বন্ধ ঘোষণায় নগদ টাকা নিয়ে ঝামেলা পোহাতে হয়। এমনকি এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারেননি তিনি।

 আতঙ্কের কারণে গ্রাহক বেশি টাকা তুললে কোনো সমস্যা নেই। ব্যাংকগুলো গ্রাহকের টাকা দিতে প্রস্তুত।
মেজবাউল হক,মুখপাত্র, বাংলাদেশ ব্যাংক

সোনালী ব্যাংকের লোকাল অফিসের একজন ক্যাশ কর্মকর্তা জানান, সপ্তাহের প্রথম দিনে অনেকের টাকার প্রয়োজন হয়। মাঝে দুই দিন (শুক্র-শনিবার) বন্ধ থাকায় কাউন্টারে বাড়তি সারি। লোকজন বেশি টাকা তুলছেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ব্যাংকিং সময় ও কারফিউ শিথিলের সময় বাড়ছে। এতে আতঙ্ক সৃষ্টি হওয়ার কথা নয়। তবে আতঙ্কের কারণে গ্রাহক বেশি টাকা তুললে কোনো সমস্যা নেই। ব্যাংকগুলো গ্রাহকের টাকা দিতে প্রস্তুত।

রাজস্ব আয়ে বড় ধস

সুপারনিউমারারি পদোন্নতি ঘিরে ব্যাংক খাতে ক্ষোভ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের এআইইউবি পরিদর্শন

বিআইএয়ের ২০ পরিচালক পদে লড়বেন ৩৫ জন

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনারস সামিট অনুষ্ঠিত

চীনা ঋণ পরিশোধে আরও বেশি সময় পাচ্ছে বাংলাদেশ

ক্রিপ্টোকারেন্সি দিয়ে জাকাত দেওয়া যাবে মালয়েশিয়ায়

প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের ১০ম আসর শুরু

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

এলসিবিহীন কাঁচামাল আমদানি চেয়ে এনবিআরকে চিঠি

সেকশন