হোম > অর্থনীতি > করপোরেট

এইচবিআরআই কর্মচারী ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি  

এইচবিআরআই কর্মচারী ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) কর্মচারী ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এইচবিআরআইয়ের মহাপরিচালক মো. আশরাফুল আলম এবং বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফিরোজুর রহমানের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনারদের তত্ত্বাবধানে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিরপেক্ষভাবে এইচবিআরআই কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচনে মো. রফিকুল ইসলাম টুটুল-মো. মিরাজ হোসেন পরিষদ নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। বিজয়ী পরিষদের সদস্যরা হলেন সভাপতি মো. রফিকুল ইসলাম টুটুল, সহসভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, সহসাধারণ সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. তুষার ইমরান, সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ হোসেন, প্রচার সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, দপ্তর সম্পাদকমাসুদ রানা।

নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচবিআরআইয়ের মহাপরিচালক মো. আশরাফুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফিরোজুর রহমান, সহকারী পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর, ঢাকা। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আনোয়ার হোসেন। নির্বাচনে অধিকাংশ ভোটার অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আশরাফুল আলম, মহাপরিচালক নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্মরণ করিয়ে দেন এবং ইউনিয়নের সদস্যদের সেবায় তাঁদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। নবনির্বাচিত প্রতিনিধিরা তাঁদের দায়িত্ব পালনে প্রতিষ্ঠানের কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এবং ইউনিয়নের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কড়া বার্তা দিয়ে সরল কেন্দ্রীয় ব্যাংক

রাজস্ব সংগ্রহের গতি অস্বাভাবিক কম

অর্থনীতির সুরক্ষায় প্রয়োজন দ্রুত রাজনৈতিক সরকার

প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত মূসক-শুল্ক প্রত্যাহারের দাবি, আশ্বাস এনবিআরের

শেকৃবি ও ডিএআই গ্লোবালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

‘এলজি ওলেড ইভো সি-৪’ সিরিজের টিভি বাজারে আনল র‍্যাংগস ইলেকট্রনিকস

বাস, বিমান ও ট্রেনের টিকিট বুকিংয়ে বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক

ট্রাস্ট ব্যাংকের জন্য ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যু ইউসিবি ইনভেস্টমেন্টের

আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া প্রস্তাবের ওপর মতবিনিময় সভা

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’

সেকশন