বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন, গতি বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ব্যবসার পরিবেশ নিশ্চিতে বিদ্যমান আর্থিক খাত, প্রাতিষ্ঠানিক ও নীতি-কাঠামোর সংস্কারের তাগিদ দিয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার জাপান।
গতকাল সোমবার দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি অর্থ ও বাণিজ্য ড. উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় মতবিনিময়ের সময় জাপান সরকারের এ আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।
মতবিনিময় শেষে আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, ‘দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে এফটিএ চুক্তির বিষয়টি উঠে এসেছে। এ সময় রাষ্ট্রদূতের মাধ্যমে জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বেসরকারি খাতে বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলে তাঁদের বিনিয়োগ করার কথা বলেছি। এর জবাবে তাঁরা দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে কিছু কিছু সংস্কারবিষয়ক কথা বলেছেন। ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমসসহ বিভিন্ন সংস্থার সংস্কার। তাঁরা চাচ্ছেন এদেশে ব্যবসার একটা সুষ্ঠু পরিবেশ।’ আমি বলেছি, ‘অন্তর্বর্তী সরকার ইমিডিয়েটলি এগুলোর সংস্কার কাজ শুরু করবে।’
এ সময় বর্তমান (অন্তর্বর্তী) সরকারের গ্রহণযোগ্যতার বিষয়ে জাপান সরকারের মনোভাবের কথা জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, ‘তাঁরা জানিয়েছেন, আমরা আপনাদের ব্যাপারে হ্যাপি। বলেছেন, আমরা মনে করি এখন যাঁরা লিডারশিপে আছেন, দিজ আর গুড হ্যান্ড।’
অর্থ উপদেষ্টা দাবি করেন, ‘তাঁদের (জাপান) ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। তাঁরা মনে করেন, ভবিষ্যতে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ। তাই দেশটির অর্থায়নে যেসব প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে, সেগুলো চলমান থাকবে। পাশাপাশি ভবিষ্যতে তাঁরা আরও প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন করার বিষয়ে আশ্বস্ত করেছেন।