হোম > অর্থনীতি > করপোরেট

মিডিয়াকম আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

বিজ্ঞপ্তি  

মিডিয়াকম আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে অংশীদার ও শুভানুধ্যায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ ’। আজ শনিবার গুলশান-২-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কণ্ডুসহ সংস্থাটির বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।

টুর্নামেন্টের সাফল্য কামনা করে অজয় কুমার কণ্ডু বলেন, ‘প্রতিদিনের আনুষ্ঠানিক বিভিন্ন যোগাযোগের বাইরে মিডিয়া ইন্ডাস্ট্রির সবাই মিলে একসঙ্গে এভাবে ব্যাডমিন্টন কোর্টের আনন্দঘন পরিবেশে প্রতিদ্বন্দ্বিতায় নামার সুযোগ কিন্তু হয়ে ওঠে না। আমরা আনন্দিত যে এই সুযোগটা মিডিয়াকম তৈরি করতে পেরেছে এবং কৃতজ্ঞ আমাদের বন্ধুদের প্রতি, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে।’

করপোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদমাধ্যম, রেডিও-সহ বিভিন্ন মাধ্যমের ৩৩টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। দুই সদস্যবিশিষ্ট দলগুলো ৮টি গ্রুপে ভাগ হয়ে ফাইনাল এবং সেমিফাইনাল-সহ মোট ৬৭ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচগুলো বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অফিশিয়াল আম্পায়ারদের দ্বারা পরিচালিত হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ হলো, সময় টেলিভিশন, আরটিভি, এইজিস সার্ভিসেস লিমিটেড, দীপ্ত টেলিভিশন, নিউজ টুয়েন্টি ফোর, চ্যানেল টুয়েন্টি ফোর, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বিজয় টিভি, ডি সেলস, মাছরাঙা টেলিভিশন, ঢাকা ট্রিবিউন, এমজিআই আইটি, বিডিক্রিকটাইম, দৈনিক মানবকণ্ঠ, পার্পল প্যাচ, এসএ টিভি, ইনফ্লুয়েন্সার হাব, ডিবিসি, বাংলাদেশ প্রতিদিন, মোহনা টিভি, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, দুরন্ত টেলিভিশন, এখন টিভি, বাংলা টিভি, প্রিয়ন্তী এডিট অ্যান্ড ইফেক্টস, এস্কিমি, ভিশন ইলেকট্রনিকস, একাত্তর টিভি, বাংলা ট্রিবিউন, ইন্ডিপেনডেন্ট টিভি, এমজিআই অডিট অ্যান্ড সিরামিক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এনটিভি।

কড়া বার্তা দিয়ে সরল কেন্দ্রীয় ব্যাংক

রাজস্ব সংগ্রহের গতি অস্বাভাবিক কম

অর্থনীতির সুরক্ষায় প্রয়োজন দ্রুত রাজনৈতিক সরকার

প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত মূসক-শুল্ক প্রত্যাহারের দাবি, আশ্বাস এনবিআরের

শেকৃবি ও ডিএআই গ্লোবালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

‘এলজি ওলেড ইভো সি-৪’ সিরিজের টিভি বাজারে আনল র‍্যাংগস ইলেকট্রনিকস

বাস, বিমান ও ট্রেনের টিকিট বুকিংয়ে বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক

ট্রাস্ট ব্যাংকের জন্য ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যু ইউসিবি ইনভেস্টমেন্টের

আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া প্রস্তাবের ওপর মতবিনিময় সভা

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’

সেকশন