হোম > অর্থনীতি

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭: ৪৫
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর এসকে সুরের বিরুদ্ধে মামলা করে দুদক। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে একটি নন–সাবমিশন মামলা করে কমিশন।

দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, এসকে সুরকে আজ বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাঁকে আদালতে নেওয়া হবে।

নিরাপত্তা পর্যালোচনায় আসছে আইএসপিএস প্রতিনিধিদল

ছয় মাসে এডিপি বাস্তবায়ন এক যুগের মধ্যে সর্বনিম্ন

দুয়ার সার্ভিসেসের কিউআইও স্থগিত

প্লাস্টিক পুনর্ব্যবহার প্রকল্পে পুরস্কার জিতল ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল

সেকশন