হোম > অর্থনীতি

বৈচিত্র্যহীন বাণিজ্য মেলা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোনো বিশেষ বৈচিত্র্য না থাকলেও, আন্তর্জাতিক নাম নিয়েই শুরু হচ্ছে বাণিজ্য মেলা। নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া মাসব্যাপী নিয়মরক্ষার মেলাটি আজ উদ্বোধন হতে যাচ্ছে। গতানুগতিক এ মেলায় প্রতিবারের মতো কয়েকটি দেশের প্যাভিলিয়ন থাকলেও পণ্য বৈচিত্র্য নিয়ে প্রশ্ন রয়েছে। দেশীয় যেসব স্টল ও প্যাভিলিয়ন অংশ নিচ্ছে, এসবেও নেই বিশেষ বৈচিত্র্য।

বছরের পর বছর ধরে আন্তর্জাতিক এ মেলা হচ্ছে, তবে মানের দিক থেকে তা বিশ্বমান অর্জন করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

গতকাল শনিবার দুপুরে পূর্বাচল নতুন শহরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৪ উপলক্ষে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান বক্তব্য দেন।  

মেলায় বিদেশের কয়টি দেশ অংশ নিয়েছে সে-সংক্রান্ত কোনো তথ্য সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যেও ছিল না। এক্সিবিশন সেন্টারের ভেতরে শুধু ভারতীয় একটি জুতার দোকান দেখা গেছে। এ ছাড়া অন্য কোনো বিদেশি দোকান চোখে পড়েনি। তবে সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখার পর বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, এবার মেলায় তুরস্ক, ইন্দোনেশিয়া, হংকং, ইরান, ভারত, পাকিস্তানসহ ১৬-১৮টি বিদেশি প্যাভিলিয়ন থাকবে।

আশপাশে প্রচুর অপরিকল্পিত দোকানপাট বসে, যেখানে মানহীন পণ্য বিক্রয় হয়, সেগুলো কীভাবে প্রতিরোধ করবেন–সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ইপিবি এবং ভোক্তা অধিকারকে কড়া নির্দেশ দেওয়া হবে, যাতে মেলায় কোনো মানহীন পণ্য বিক্রয় বা প্রদর্শন করা না হয়। কেউ করলে বিক্রয় বা প্রদর্শন বন্ধের ব্যবস্থা ভোক্তা অধিকার নেবে।

প্রতিমন্ত্রী বলেন, মেলার মূল লক্ষ্য পণ্য বহুমুখী করার মাধ্যমে রপ্তানি বাণিজ্য বাড়ানো। মেলার উদ্দেশ্য গার্মেন্টস খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট, চামড়াসহ দেশীয় পণ্যের রপ্তানি বহুমুখীকরণ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাট এবং চামড়াশিল্পের ওপর বিশেষ নজর দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মেলায় কোনো ভোক্তা বা দর্শনার্থী যেন প্রতারিত না হয়, সে জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় অভিযোগ বক্স ও হেল্প ডেক্স খোলা রাখা হবে। অভিযোগ পেলেই যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, এ বছর মেলা প্রাঙ্গণকে দৃষ্টিনন্দন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে সামনে আনার জন্য মেলার প্রবেশদ্বার করা হয়েছে কর্ণফুলী ট্যানেলের আদলে। এক পাশে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র ও অপর পাশে বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্রতিচ্ছবি রাখা হয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তা এবং মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‍্যাব নিয়োজিত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেলা প্রাঙ্গণ ও প্রাঙ্গণের বাইরে নিয়মিত টহল দেবে।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন