নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিভিন্ন দেশে অবস্থিত এক্সচেঞ্জ হাউসগুলোকে প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স কেনায় নতুন শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে রেমিট্যান্স কেনার জন্য বৈদেশিক মুদ্রার উৎস উল্লেখ করতে বলা হয়েছে। পাশাপাশি রেমিট্যান্সের কনভার্সন রেট, প্রাপক, পরিমাণ এবং প্রণোদনার পরিমাণ বাংলাদেশি টাকায় লিপিবদ্ধ করার কথা জানানো হয়েছে। দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক এবং সব এক্সচেঞ্জ হাউসগুলোকে নতুন নিয়ম মানতে নির্দেশনা দিয়ে গত রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, রেমিট্যান্সের কনভার্সন রেট, প্রাপকের তথ্য, পরিমাণ এবং প্রণোদনার টাকা বাংলাদেশি মুদ্রায় লিপিবদ্ধ করতে হবে। দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকে উল্লেখিত তথ্য রিসিট বা রসিদ কিংবা ই-মেইলে সরবরাহ করতে বাধ্য থাকবে। স্বচ্ছতা নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে।