নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করায় রপ্তানি বাড়বে। এতে লাভবান হবেন রপ্তানিকারকেরা। তাঁদের এ সুযোগ কাজে লাগাতে হবে। এ মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন ‘আমাদের দেশ আমদানিনির্ভর। রপ্তানি প্রতিযোগিতামূলক করতে এই অবমূল্যায়নটা করতে হয়েছে।’
গতকাল রাজধানীর র্যাডিসন হোটেলে রপ্তানি ও বাণিজ্য খাতের উদ্যোক্তাদের মধ্যে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।
অনুষ্ঠানে চামড়া, কাঁচা পাট, হিমায়িত খাদ্য, তৈরি পোশাক, ওষুধ, সিরামিকসহ ২০টি খাতের ১৮৪ জন রপ্তানিকারক ও উদ্যোক্তাকে নিজ নিজ খাতে বিশেষ অবদান রাখায় সিআইপি কার্ড প্রদান করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা ২০২৬ সালে যাত্রা শুরু করব। তিন বছর বিভিন্ন দেশে মার্কেট অ্যাকসেস পাব। উন্নয়নশীল দেশ হিসেবে এসব সুবিধা সীমিত হয়ে যাবে। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে সেসব সুযোগ তৈরি করতে পারব। এরই মধ্যে প্রায় ২৬ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির উদ্যোগ নিয়েছি। ভারত, জাপান, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়ার বাজারে সহজে প্রবেশের জন্য কাজ করে যাচ্ছি।’