অনলাইন ডেস্ক
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে দ্বিতীয় স্থান অধিকার করেছে ঢাকা ওয়াসা। গতকাল রোববার স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানে এ পুরষ্কার তুলে দেওয়া হয়। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. তাজুল ইসলামের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন ঢাকা ওয়াসার ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মুহম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের অধীন মোট ২০টি সংস্থা/প্রতিষ্ঠানের মধ্যে ১০০ নম্বরের বিপরীতে ৯৭.১৮ নম্বর পেয়ে ঢাকা ওয়াসা এ সাফল্য অর্জন করেছে। এর আগে ঢাকা ওয়াসা গত ২০২০-২১ অর্থবছরে প্রথম স্থান, ২০১৯-২০ অর্থ বছরে দ্বিতীয় স্থান এবং ২০১৮-১৯ অর্থ বছরে প্রথম স্থান অধিকার করেছিল।