হোম > অর্থনীতি > শেয়ারবাজার

ক্যাপিটাল গেইনে কর কমাতে কাজ করছি: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শনিবার বিএসইসি ভবনে সিডিবিএলের সঙ্গে সভায় (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ছবি: আজকের পত্রিকা

ক্যাপিটাল গেইন বা পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে যে মুনাফা হয়, তাঁর ওপর আরোপিত করহার কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স, দুই স্টক এক্সচেঞ্জ ও শেয়ারের জিম্মাদার প্রতিষ্ঠান সিডিবিএলের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘বিনিয়োগকারীদের কল্যাণের কথা ভেবে বিএসইসি বাজারে ক্যাপিটাল গেইনের ওপর আরোপিত করহার হ্রাসের বিষয়ে সরকার এবং এনবিআরের সঙ্গে কথা বলছে। এ বিষয়টির সমাধানে আমাদের উদ্যোগ অব্যাহত রয়েছে। খুব দ্রুতই এ বিষয়টিতে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারব বলে আশা করছি।’

তিনি আরো বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে সংশ্লিষ্ট সংস্কারের জন্য সকলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বিএসইসি। এছাড়া পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়নে বিএসইসি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সিস্টেমের আধুনিকায়নে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে।

সভায় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, টাস্কফোর্সের সদস্য, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সিডিবিএলের প্রতিনিধিদল উপস্থিত ছিল।

সভায় সাধারণ বিনিয়োগকারী এবং পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে পুঁজিবাজারের বিভিন্ন পলিসি নিয়ে বিএসইসি, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স, ডিএসই, সিএসই ও সিডিবিএলের মধ্যে খোলামেলা আলোচনা হয়।

সেখানে পুঁজিবাজারের বিদ্যমান করনীতির প্রয়োজনীয় সংস্কার, পুঁজিবাজারের সার্ভেইল্যান্সের মান উন্নয়ন এবং এর মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, পুঁজিবাজারের বিদ্যামান শেয়ার লেনদেনের সেটেলমেন্ট সময়কে আরও দ্রুত করা, বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্টদের জন্য সুবিধাজনক করার বিষয়ে আলোচনা হয়।

অনিয়ম লালন করায় পুঁজিবাজারের বিকাশ হয়নি: ডিএসই চেয়ারম্যান

অদক্ষতায় বারবার যান্ত্রিক ত্রুটি, ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার

সাত দিনে ২৭৯১ কোটি টাকার মূলধন যোগ হলো পুঁজিবাজারে

বেক্সিমকোর তিন প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিএসইসির

শেয়ারবাজারে মোবাইল অ্যাপে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ডিএসইর সিটিও জিয়াউলকে পুনর্বহালের উদ্যোগ

জমি ও ট্যাংকার কিনবে এমজেএল বিডি

ডিএসইর মৃত দুই পরিচালককে তলব বিএসইসির

বেক্সিমকো গ্রুপের ৩ প্রতিষ্ঠানে বিশেষ অডিটের উদ্যোগ, বিএসইসির সভায় সিদ্ধান্ত

শেয়ারবাজারে ড্রাগন সোয়েটারের দাপট, পাঁচ দিনে ৬৭ কোটি টাকা বাড়ল

সেকশন