হোম > অর্থনীতি > শেয়ারবাজার

পুঁজিবাজারে আসতে চায় জেনিথ লাইফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের চতুর্থ প্রজন্মের বিমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা তুলতে চায়। এ জন্য কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে ১৫ কোটি টাকা তুলবে। এই টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করবে।

২০১৩ সালের জুলাইয়ে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সকে বাংলাদেশে জীবনবিমার ব্যবসা করার অনুমোদন দেয় বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অনুমোদন পেয়ে ওই বছরের আগস্ট থেকেই ব্যবসায়িক কার্যক্রম শুরু করে কোম্পানিটি।

জেনিথ ইসলামী লাইফের প্রতিবেদন অনুসারে, কোম্পানিটি ২০২৩ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত ২৮ কোটি ৩৪ লাখ টাকা নিট প্রিমিয়াম সংগ্রহ করেছে; যা আগের বছরে ছিল ৩০ কোটি ৩২ লাখ টাকা। আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়ে ২০২৩ সালে কোম্পানিটির লাইফ ফান্ড দাঁড়ায় ১৭ কোটি ৭৬ লাখ টাকা।

কোম্পানিটির বিনিয়োগ ক্রমান্বয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৭৬ লাখ টাকা, যা এক বছর আগের তুলনায় ১৬ শতাংশ বেশি। ১০০ কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে কোম্পানির পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা।

অনিয়ম লালন করায় পুঁজিবাজারের বিকাশ হয়নি: ডিএসই চেয়ারম্যান

অদক্ষতায় বারবার যান্ত্রিক ত্রুটি, ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার

সাত দিনে ২৭৯১ কোটি টাকার মূলধন যোগ হলো পুঁজিবাজারে

বেক্সিমকোর তিন প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিএসইসির

শেয়ারবাজারে মোবাইল অ্যাপে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ডিএসইর সিটিও জিয়াউলকে পুনর্বহালের উদ্যোগ

জমি ও ট্যাংকার কিনবে এমজেএল বিডি

ডিএসইর মৃত দুই পরিচালককে তলব বিএসইসির

বেক্সিমকো গ্রুপের ৩ প্রতিষ্ঠানে বিশেষ অডিটের উদ্যোগ, বিএসইসির সভায় সিদ্ধান্ত

শেয়ারবাজারে ড্রাগন সোয়েটারের দাপট, পাঁচ দিনে ৬৭ কোটি টাকা বাড়ল

সেকশন